ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নির্বাচন কমিশনারের কাছে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজালাল মিয়া। ১৯ মে রোববার রাত ১০টায় আড়াইহাজারে তার নিজস্ব বাসভবনে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান হ্যালো সরকার, সাবেক রাষ্ট্রদূত মো. মমতাজ ও কৃষিবিদ ডক্টর হাবিবুর রহমান মোল্লা।
সংবাদ সম্মেলনে দোয়াত কলম মার্কায় আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজালাল মিয়া বলেন, আমার নির্বাচনী এলাকায় মোট ১৩৯টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে কালাপাহাড়িয়া একটি দুর্গম এলাকা ছাড়া ফতেপুর, ব্রাহ্মন্দী মামুদপুর ইউনিয়ন ও গোপালদী পৌরসভা আরো কিছু এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সন্ত্রাসীদের মাধ্যমে পেশি শক্তি প্রদর্শন জাল ভোট ও নাশকতা মূলক কার্যক্রম পরিচালনার প্রস্তুতি গ্রহণ করেছেন এবং আমার নির্বাচনী মার্কা দোয়াত কলম প্রতীকের কোনো পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া যাবে না এরকম ভয় ভীতির কথা শোনা যাচ্ছে।
তার ফলে এলাকায় সাধারণ ভোটারদের মাঝে এক আতঙ্ক অস্থিরতা বিরাজমান। জার কারণে সুষ্ঠু ভোটের পরিবেশে শঙ্কা দেখা দিয়েছে। ভোটাররা ভাবছেন, তাদের ভোটাধিকার তারা সঠিকভাবে প্রয়োগ করতে পারবে কি না। এতে জারা আমার কর্মী তারা ভোটের দিন পোলিং এজেন্ট হতে ভয় পাচ্ছে, তারা তাদের জানমালের কথা ভাবছে। ইতোপূর্বে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেও কোন ধরনের কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি।
এমন অবস্থায় আমি সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে আবেদন এই যে, ঘোড়া প্রতীকের প্রার্থী থেকে নির্বাচনী প্রচারণায় দোয়াত কলমের কর্মীদের ভয়-ভীতি দেখানোর থেকে বিলম্বে বিরত থাকতে ব্যবস্থা করা হোক। সকল বিতর্কিত প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারদের অন্যত্র প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। সেই সাথে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কালাপাহাড়িয়া, ফতেহ পুর, ব্রাহ্মন্দী গোপালদী মাহমুদপুর ইউনিয়নের সকল কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সার্বক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য সবিনয়ভাবে আবেদন করছি।
আপনাদের মাধ্যমে আরো জানাচ্ছি, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনারা আপনাদের পক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তা ও নির্বাচন কমিশনারের প্রতি আপনারা জোরালোভাবে আবেদন জানাবেন। যেন আগামী ২১ মে সুন্দর, সুষ্ঠু, অবাধ ও উৎসব মুখর নির্বাচন হয়। আড়াই হাজার উপজেলার সর্বস্তরের ৩ লক্ষ ৪০ হাজার ভোটাররা ভোট প্রয়োগের মাধ্যমে সঠিকভাবে তাদের জনপ্রতিনিধি বাছাই করতে পারেন সেই জন্য আমার সাংবাদিক বন্ধু মিডিয়ার মাধ্যমে সেই সহযোগিতা কামনা করছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available