নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার মাইজপাড়ায় প্রতিপক্ষের হামলায় ৩ জন রক্তাক্ত জখম হয়েছেন। ১৯ মে রোববার রাত ৯টার দিকে মাইজপাড়া বাজারে বিষ্ণুর চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের মো. এনামুল কবীর (৫০), মাহাবুব মুন্সী (৩২) ও রোমান মোল্যা (২৮)। আহতদের হাতুড়ি, রড ও লাঠি দিয়ে পিটিয়ে এবং রাম দা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। মারাত্মক আহত রোমান মোল্যাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার মাথায় কোপ লাগায় তার অবস্থা খুবই আশংকাজনক।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে এনে ভর্তি করে। আহতরা জানান, তারাশি গ্রামের হুমায়ুন, বিল্লাল, জান্নাত, আকাশ, আহাদ, নাইম, রবিউল, শরিফুল, আবু সাইদ রুবেল, রশিদসহ কয়েকজন মিলে এ হামলার ঘটনা ঘটায়। হামলাকারিদের মধ্যে হত্যাসহ বিভিন্ন মামলার আসামি রয়েছেন।
নড়াইল সদর হাসপাতাল, আহত ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, ২০১১ সালে তারাশি গ্রামের মারুফত হোসেন মাইজপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন। বিগত ২০১৭ ও ২০২১ সালের নির্বাচনে পরাজিত হন। এসব নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের লোকজন মো. মারুফত হোসেন ও তার সহযোগিদের উপর ক্ষিপ্ত ছিল।
এলাকাবাসী জানায়, সাবেক ইউপি সদস্য মো. মারুফত হোসেন, সাত্তার মুন্সী, ফারুক মোল্যা ও লিয়াকত বিশ্বাসকে না পেয়ে হামলাকারিরা মো. মারুফত হোসেনের ভাই এনামুল কবীর এবং তার সহযোগী মাহাবুব ও রোমানের উপর হামলা চালিয়েছে। এ ঘটনার পর হামলাকারিরা এলাকা ছেড়ে পালিয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, যথাযথ তদন্ত সাপেক্ষে হামলার ঘটনায় জড়িতদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available