নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তৌফিক রানা (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ১৯ মে রোববার ভোরে উপজেলার টিএন্ডটি পাড়ার বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তৌফিক রানা ওই এলাকার মোস্তফা হোসেনের ছেলে। এর আগে রাত ২টার দিকে ফেসবুক আইডি থেকে “পৃথিবী থেকে বিদায়, ভালো থাকো সবাই, সব শেষ আমার” এই কথাটি পোস্ট দিয়ে আত্মহত্যা করে সে।
পরিবার সূত্রে জানা গেছে, তৌফিক রানা প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত ২টার দিকে ফেসবুক আইডি থেকে তার স্টোরিতে “পৃথিবী থেকে বিদায়, ভালো থাকো সবাই, সব শেষ আমার” এই কথাটি পোস্ট দেয় এবং কয়েক বন্ধুর ম্যাসেঞ্জারেও কথাগুলি পাঠায়। এরই মধ্যে রাতের কোনো এক সময় নিজের ঘরে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহতের বাবা মোস্তফা হোসেন জানান, রোববার ভোর ৫টার দিকে তৌফিকের মা ঘুম থেকে উঠে দেখে ছেলের ঘরের দরজা খোলা। এতো সকালে দরজা খোলা দেখতে পেয়ে ঘরের দিকে এগিয়ে গেলে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। এসময় বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা এগিয়ে আসে এবং স্থানীয় থানায় খবর দেন।
তার বাবা আরও জানায়, আমার দুই ছেলে ও এক মেয়ে। তার মধ্যে তৌফিক সবার ছোট। প্রায় ৮ মাস আগে শিবগঞ্জ থানা এলাকায় ছেলেকে বিয়ে দিয়েছিলাম। কিন্তু বিয়ের পর এক মাস না যেতেই আর সংসার করবে না বলে বউমা তার বাবার বাড়ি চলে যায়।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব এর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান।
এদিকে এর আগে ১৭ মে শুক্রবার তৌফিক তার ফেসবুকে পোস্ট দেয় “নেশা, আমিও একটা ভদ্র সমাজ থেকে বড় হয়েছিলাম, ঠিক সবার মতো আমার সমাজেও আমাকে নিয়ে অনেকে স্বপ্ন দেখতো, কিন্তু বাজান সময়ের পরিবর্তে আমার জীবনে এমন কিছু মানুষ এসেছিলো, যারা আমার জীবিত দেহ থেকেই আমার আত্মাটাকে কেড়ে নিয়েছিলো, ঠিক তার জন্যই আজ আমি নেশার জগতের বাসিন্দা।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available