নীলফামারী প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে পিসি, এপিসি ও আনসার ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ ও ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত এই প্যারেড অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নীলফামারী জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী।
উপজেলা কর্মকর্তা নুরবানু আখতারের সভাপতিত্বে প্যারেডে আনসার ভিডিপির ৮৯৪ জন পুরুষ ও ৪০২ জন নারী সদস্যসহ সর্বমোট ১২৯৬ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এ সময় ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন, প্রিসাইডিং অফিসারের নির্দেশনা সাপেক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের ব্যালট পেপার, ব্যালট বাক্সের নিরাপত্তা প্রদান, আনসার ও ভিডিপি গ্রাম প্লাটুনের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচনী মালামাল সংগ্রহ ভোট পূর্ব, ভোট চলাকালীন ও ভোট গণনাকালীন এবং প্রত্যাবর্তনকালীন দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে সমন্বয় ও যোগাযোগ, প্রিসাইডিং অফিসারের সাথে আনসার ও ভিডিপি সদস্যদের নির্ধারিত সময়ে ও স্থানে উপস্থিত সংক্রান্ত নির্দেশনা সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
উল্লেখ্য, আগামী ২১ মে ৬ষ্ঠ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। সৈয়দপুর উপজেলায় মোট ভোট কেন্দ্র ৯১টি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available