ঠাকুরগাঁও প্রতিনিধি: দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রার্থীদের কর্মী সমর্থক ও ভোটারদের প্রতি আহবান জানিয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, ভোটকেন্দ্রে আপনারা আসবেন, বাকি দায়িত্ব আমাদের। কেউ কোন প্রকার গোলযোগ করতে চাইলে কঠোর হস্তে দমন করা হবে।
১৯ মে রোববার রাত ৮টায় সদর উপজেলার রুহিয়া বাজার, ঢোলারহাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় উপস্থিত হয়ে স্থানীয় ভোটারদের প্রতি এই আহবান জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, ইতোমধ্যে মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিরাপত্তা রক্ষায় ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। ভোটের দিনে ভোটকেন্দ্রে কেউ কোনরূপ গোলযোগ সৃষ্টি করলে সেই ব্যবস্থাও আমাদের আছে।
তিনি আরও বলেন, এর আগে বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অপরাধে দুজনকে মোবাইল কোর্টে জেল দেওয়া হয়েছিল। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠু করতে আমাদের আরও জোরালো প্রস্তুতি রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা নির্বাচন কর্মকর্তা মন্জুরুল হাসান, জেলা আনসার কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আসাদুজ্জামান এবং রুহিয়া থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য দ্বিতীয় ধাপে উপজেলায় ৩৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়াও পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা কাজ করবে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। জাল ভোট বা যেকোন বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে তা কঠোর হস্তে দমন করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available