স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: চলমান উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নেত্রকোণায় তিনটি উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এর মাঝে নেত্রকোণা সদর, পূর্বধলা ও বারহাট্টা উপজেলায় আগামী ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপে নেত্রকোণার তিন উপজেলায় নির্বাচন উপলক্ষে প্রতি কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০ মে দুপুরে সদর উপজেলার হলরুম থেকে প্রিসাইডিং অফিসারের নিকট ব্যালট, বক্সসহ সকল নির্বাচনী সামগ্রী তুলে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা তানিয়া তাবাসসুম।
এছাড়াও বারহাট্রা ও পুর্বধলা উপজেলা থেকে প্রিসাইডিং অফিসারের নিকট নির্বাচনী সামগ্রী তুলে দেন স্ব স্ব রিটার্নিং কর্মকর্তাগণ। তিনটি উপজেলার ৩০টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ৫৮৪ জন।
এরমধ্যে নারী ভোটার ৩ লাখ ৬৭ হাজার ৭৮৭ জন এবং পুরুষ ভোটার ৩ লাখ ৭৮ হাজার ৭৮৫ জন। ২১ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৫৩টি ভোট কেন্দ্রের ১ হাজার ৯৫৮টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available