সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে জেলে পাড়ার একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান আফসার উদ্দিন পাটোয়ারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে বাঁধা সৃষ্টি করার অভিযোগে মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ। ২০ মে সোমবার সকালে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সোনাগাজী সদর ইউনিয়ন চরখন্দকার গ্রামের জেলে পাড়ায় নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা প্রান্তিক জনগোষ্ঠী ও হতদরিদ্র জেলে পরিবারের সন্তানদের জন্য নির্মিত আফসার উদ্দিন পাটোয়ারী মডেল প্রাথমিক বিদ্যালয়টি কতিপয় কুচক্রী মহলের গভীর ষড়যন্ত্রে ও ভূমিদস্যুদের ভয়াল থাবায় স্কুল ভবন নির্মাণে বাঁধার অভিযোগে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকগণ জানান, ভূমিদস্যুদের ষড়যন্ত্রে এই অবহেলিত এলাকার একমাত্র স্কুলটি আজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তাদের অব্যাহত ষড়যন্ত্রে স্কুল ভবন নির্মাণ করতে বাধাগ্রস্ত হচ্ছে।
তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠী জেলেপাড়ার কোমলমতি শিশু শিক্ষার্থীরা আলোকিত শিক্ষায় শিক্ষিত হোক। ভূমিদস্যুরা নিপাত যাক। স্কুল ভবন নির্মাণে ষড়যন্ত্র বন্ধ হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার আলোয় আলোকিত হোক চরখন্দকার এলাকার হতদরিদ্র জনগোষ্ঠীর কোমলমতি শিশুরা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন ইউপি সদস্য শফিউল্লাহ চুট্টো মহাজন, মহিলা ইউপি সদস্য রোকেয়া আক্তার, সাবেক ইউপি শিউলি রানী দাস, চরছান্দিয়ার সাবেক ইউপি সদস্য নুরনবী তোতা, সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, প্রধান শিক্ষক মঞ্জুর হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার জহিরুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী।
মানববন্ধনে প্রায় ৪ শতাধিক নারী পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available