মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। এ ধাপে জেলার শিবালয়, ঘিওর, দৌলতপুর এই তিন উপজেলায় ১৮৪টি কেন্দ্রের ১২৫২টি ভোট কক্ষে চলছে ভোটগ্রহণ।
২১ মে মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। ইতোমধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তিন উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮ জন প্রাথী। ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ১৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন।
এছাড়া, উপজেলাগুলোর মধ্যে শিবালয়ে মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৩১, ঘিওরে ১ লাখ ৩৪ হাজার ৫৫১ ও দৌলতপুরে ১ লাখ ৫৪ হাজার ১৯১ জন ভোটার রয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। ভোটের পরিবেশ ঠিক রাখতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available