জয়পুরহাট প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ২১ মে মঙ্গলবার সকাল ৮টা থেকে এ দুটি উপজেলার ১৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
এ দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, দুই উপজেলার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৯৯১ জন। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ২ লাখ ৪৬ হাজার ৩৪৫ এবং পাঁচবিবি উপজেলায় ২ লাখ ৪ হাজার ৬৪৬ জন ভোটার রয়েছেন।
এদিকে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেন্দ্রগুলোতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে।
এ নির্বাচনের রিটার্নিং অফিসার বিপুল কুমার জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available