সিলেট ব্যুরো: সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।
২০ মে সোমবার রাত ৮টার দিকে সিলেট নগরের হাউজিং স্টেট, রিকাবীবাজার ও দাড়িয়াপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন- রাজু (২৪) ও রোহানা (২৬)।
জানা যায়, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদের কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮টার দিকে সুবিদবাজার এলাকায় একটি ফুচকা টংয়ের সামনে থেকে ঘটনার সূত্রপাত হয়। পরে আম্বরখানা হাউজিং এস্টেট ২নং রোডে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ গ্রুপের কয়েকজন কর্মী-সমর্থক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ গ্রুপের কর্মী ইসফাক নূরের গাড়িতে হামলা চালায়। পরে দুই পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়ে সেটি জিন্দাবাজার এলাকার দাড়িয়াপাড়া পর্যন্ত চলে আসে। এ সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষ চলাকালে দুইজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে কোতোয়ালি থানা ও লামাবাজার ফাঁড়ির পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, খবর পেয়ে কোতোয়ালি থানা ও লামাবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকেই সরিয়ে দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available