পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার দুই উপজেলায় (নেছারাবাদ ও কাউখালি) চলছে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।
২১ মে মঙ্গলবার সকাল ৮টায় থেকে ইভিএম পদ্দতিতে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত এ দুই উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ২ শত ৮৬ জন।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, অধিকাংশ ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের উপস্থিতি কম হলেও মহিলা ভোটাদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।
পিরোজপুর জেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান জানান, নেছারাবাদ(স্বরুপকাঠি) উপজেলায় ১টি পৌরসভা ও ১০ ইউনিয়নে ৮৯টি ভোটকেন্দ্রে ১ লাখ ৯১ হাজার ৮শত ২৫ জন ভোটার এবং কাউখালী উপজেলায় ৫টি ইউনিয়নে ৬৩ হাজার ৪শত ৬১ জনের ভোট প্রদানের জন্য ৩৩টি কেন্দ্র রয়েছে।
এ দুই উপজেলা ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ১২২টি ভোটকেন্দ্রে ৮ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি ইউনিয়নে ১ জন করে ম্যাজিস্ট্রেটসহ মোট ১৬ জন ম্যাজিস্ট্রেট, র্যাব, ভিজিপি, পুলিশ ও আনসার মোতায়ন করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available