পূবাইল পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইলে ইসলাম ধর্মের প্রবর্তক ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হাদিস সম্পর্কে কটূক্তি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন ভাদুন ও বারই বাড়ি এলাকার সর্বস্তরের জনগণ।
২০ মে সোমবার বিকেল ৫টায় নগরীর ৪১ নং ওয়ার্ডের ভাদুন বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন ও মানববন্ধনে বক্তারা বলেন, ইসলাম শ্রেষ্ঠ ও শান্তির ধর্ম। এই ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার বাণী হাদিস সম্পর্কে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে ইসলাম ধর্মকে দমিয়ে রাখা যাবে না। এমনকি কেউ উদ্দেশ্য প্রণোদিত হয়ে ইসলাম ধর্মের বিরুদ্ধে অপপ্রচার চালালে তা কখনো মেনে নেওয়া হবে না।
মানববন্ধনে বক্তারা সোশ্যাল মিডিয়া ফেসবুকে কটূক্তিকারী ব্যক্তিদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত ভূইয়া শফিকুল ইসলাম ও হরমুজ মিয়া নামের দুই ব্যক্তি ফেসবুকের লেখালেখি করে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর বাণী হাদিস সম্পর্কে কটূক্তি করার প্রতিবাদে মানববন্ধন করে নিন্দা জানান উপস্থিত ইসলাম প্রিয় জনগণ। শান্তি শৃঙ্খলা রক্ষায় এ সময় পূবাইল থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available