• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৩৭:৫৬ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৩৭:৫৬ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুষ্টিয়ার চার উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

২২ মে ২০২৪ সকাল ০৭:৫৮:২৯

কুষ্টিয়ার চার উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

কুষ্টিয়া প্রতিনিধি: উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার চার উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

দৌলতপুরে বুলবুল আহমেদ চৌধুরী, কুমারখালীতে আব্দুল মান্নান খান, মিরপুরে আব্দুল হালিম বিজয়ী হয়েছেন। আর ভেড়ামারা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবু হেনা মোস্তফা কামাল মুকুল বিজয়ী হয়েছেন।

২১ মে মঙ্গলবার ভোট গণনা শেষে রাতে উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

দৌলতপুর উপজেলা পরিষদে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাই বুলবুল আহমেদ চৌধুরী (টোকেন)। আনারস প্রতীকে তিনি ৯৭ হাজার ২৮৯ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আনিসুর রহমান ঘোড়া প্রতীকে ৫ হাজার ৩৭৬ ভোট পেয়েছেন। তিনি বিকেলে ভোট বর্জনের ঘোষণা দেন।

কুমারখালী উপজেলায় আব্দুল মান্নান খান আনারস প্রতীকে ৬২ হাজার ৫৫৬ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আব্দুল মান্নান খান উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম জিলানী নজরে মুর্শেদ মোটরসাইকেল প্রতীকে ৪৩ হাজার ২৮৮ ভোট পেয়েছেন।

মিরপুর উপজেলা পরিষদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দোয়াত কলম প্রতীকে তিনি ৭১ হাজার ৫১৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল হোসেন আনারস প্রতীকে ২৫ হাজার ৩৪০ ভোট পেয়েছেন।

আর ভেড়ামারা উপজেলা পরিষদে প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবু হেনা মোস্তফা কামাল মুকুল। মুকুল ভেড়ামারা শহর আওয়ামী লীগের সভাপতি।

উল্লেখ্য, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মঙ্গলবার সকাল ৮টায় চার উপজেলার মোট ৪১৯ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। প্রতিযোগিতা কম থাকায় কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম ছিল।

কুষ্টিয়া জেলা রিটানিং কর্মকর্তা আবু আনসার জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পুলিশ, আনসার ও বিজিবি মোতায়েনসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০