নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ সোমবার দুপুরে বিদ্যালয়ের মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এবং আন্দারমানিক ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুননবী, হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওমান বিনতে শফিকুল ইসলাম রুমানা, মেহেন্দিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির, হিজলা উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ মহিউদ্দিন আহম্মেদ, অফিসার ইনচার্জ কাজিরহাট থানা মোঃ জুবাইর, হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, মেহেন্দিগঞ্জ উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন, আন্দারমানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন খোকন খান, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মেহেদী হাসান শুভ, মোঃ শহিদুল ইসলাম কাজী,সফিকুল ইসলাম আকন।
এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ সুলতান আহমেদ খান, সুলতান আহমেদ ভূইয়াসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ।
ক্রীড়ানুষ্ঠানে শিক্ষার্থীরা খেলাধুলার পাশাপাশি যেমন খুশি তেমন সাজ, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, নারী জাগরণসহ বিভিন্ন ধরনের ডিসপ্লে প্রদর্শন করে। শেষে ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available