লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ছেলে মো. শামীম আহম্মেদ সাগর।
২১ মে মঙ্গলবার রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
শামীম আহম্মেদ সাগর কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৩০ হাজার ৫শ’ ১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফতাব হোসেন ঝুলফু দোয়াত-কলম প্রতীক নিয়ে ২৬ হাজার ৯শ’ ৯৭ ভোট পেয়েছেন।
লালপুর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে (টিউবওয়েল) প্রতীক নিয়ে ৫০ হাজার ৬শ’ ১৫ ভোট পেয়ে তৌহিদুল ইসলাম বাঘা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফ্যান প্রতীক নিয়ে ৪০ হাজার ৮শ’ ৯ ভোট পেয়ে মাহফুজা খাতুন শাপলা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
লালপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ উপজেলায় ৮৪টি ভোটকেন্দ্রে মোট ভোটার দুই লাখ ৩৮ হাজার ৮৪৪। যার মধ্য পুরুষ ভোটার এক লাখ ২০ হাজার ৩৮৬ জন এবং নারী এক লাখ ১৮ হাজার ৪৫৬ জন। দুজন হিজড়া ভোটার রয়েছেন। এ উপজেলায় তিন পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available