• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ দুপুর ১২:৩২:২২ (18-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ দুপুর ১২:৩২:২২ (18-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে আইডিইবি কেনিক ঘোষিত ৩ দফা দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন

২২ মে ২০২৪ দুপুর ০১:৫০:২০

নরসিংদীতে আইডিইবি কেনিক ঘোষিত ৩ দফা দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে বিএসসি (পাস) সমমান মর্যাদা দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বিরোধিতা ও সময়োপযোগী এ উদ্যোগকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করা হচ্ছে। প্রতিবাদে ও আইডিইবি কেনিক ঘোষিত ৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল সাংগঠনিক শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

২১ মে মঙ্গলবার রাত ১০ টার দিকে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ইমরান হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মহতি উদ্যোগকে বাধগ্রস্ত করতে প্রতিক্রিয়াশীল ডিগ্রি ইঞ্জিনিয়ার ও তাদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র পক্ষে যে বিরূপ প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, সেটি অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য উল্লেখ করে নেতৃবৃন্দ এর প্রতিবাদ ও দাবি আদায়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন।

বক্তব্যে নেতৃবৃন্দরা আরও বলেন, জাতি গঠনে সভ্যতা ও নগরায়ণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ভূমিকা অপরিসীম। এটি কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।  উন্নত জাতি গঠনে মধ্যমস্তরের এ প্রকৌশল শিক্ষাকে আধুনিকায়নসহ যথাযথ মর্যাদা প্রদান করে টেকনিক্যাল এডুকেশনকে সর্বস্তরে পৌঁছে দিতে সরকারের পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের প্রতি আহ্বান জানান তারা।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীত করা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণদের ক্রেডিট ওয়েভার দিয়ে দুই বছরে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার সুযোগ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইডিইবির জেলা নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিস্টার আলী, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রানাকান্ত দাশ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আরিফ উর রহমান, আইডিইবি  ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র ইউনিটের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু জোবায়ের, ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন ও ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বেপজায় চাকরির বিজ্ঞপ্তি
১৮ অক্টোবর ২০২৪ সকাল ১১:২২:৩৫

সেনবাগে শতাধিক স্বেচ্ছাসেবীকে সংবর্ধনা
১৮ অক্টোবর ২০২৪ সকাল ১১:২০:৫৯