• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৯:১১:৪২ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৯:১১:৪২ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পোশাক শিল্পের মত পাট শিল্পও আন্তর্জাতিক বাজারে সাড়া ফেলবে: মন্ত্রী

২৩ মে ২০২৪ বিকাল ০৫:৪৭:৪৭

পোশাক শিল্পের মত পাট শিল্পও আন্তর্জাতিক বাজারে সাড়া ফেলবে: মন্ত্রী

রংপুর ব্যুরো: পোশাক শিল্পের মত পাট শিল্পও আন্তর্জাতিক বাজারে সাড়া ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেছেন, বাংলাদেশে ভালো পাট উৎপাদন হচ্ছে। এ দেশের নারী-পুরুষ সকলে পাট শিল্পে মনোনিবেশ করছেন। এখন ছোট ছোট উদ্যাক্তা তৈরি হচ্ছে, তারা ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে সাড়া ফেলবে। যেমন বাংলাদেশে এক সময়ের ছোট ছোট পোশাক শিল্প, বর্তমানে আন্তর্জাতিক বাজারে শীর্ষ অবস্থানে রয়েছে।

২৩ মে বৃহস্পতিবার দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বহুমূখী পাটপণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিদের এ সব কথা বলেন মন্ত্রী।

এ সময় পাট মন্ত্রী আমেরিকান সরকারের নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেন, তাদের নিষেধাজ্ঞায় আমাদের কোন দুশ্চিন্তা নেই। আমাদের দেশে এর কোন প্রভাব পড়বে না।

তিনি বলেন, আমাদের দেশে পাট মিলের মাধ্যমে ১ কোটি ২৬ লক্ষ বস্ত্র উৎপাদন হয়ে থাকে। আমি মালিকদের সাথে বসেছি, কথা বলেছি, পরবর্তীতে সরকারের সঙ্গে বসবো। যাতে করে আগামীতে বাংলাদেশের পাট পণ্য বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরে ও দেশের সকল স্কুল-কলেজসহ প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়।

বন্ধ মিল চালু প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাট দিবসে প্রধানমন্ত্রীর নির্দেশে ৬টি বন্ধ মিল-কারখানা চালু করা হয়েছে। সামনে অবস্থা বুঝে সব বন্ধ মিল-কারখানা চালুর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমপি নানক বলেন, একটা রাজনৈতিক দল আছে যাদের পত্রিকা/মিডিয়ায় কিছু না কিছু বলতেই হবে। বর্তমানে তাদের কথা শূন্য হয়ে গেছে। বিগত দিনে তাদের উপর এক মোড়ল ভর করেছিলো। তারা এখনো যানে না, ক্ষমতার উৎস জনগণ। তাই তারা হেরে গেছে।

এ সময় উপস্থিত ছিলেন মিঠাপুকুরের সংসদ সদস্য জাকির হোসেন, গঙ্গাচড়ার সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নাছিমা জামান ববি, রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ পাট অধিদফতরের কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক ব্যক্তিত্বগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




একদিনেই বাংলাদেশে প্রবেশ করল ৫০০ রোহিঙ্গা
৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:২৪:৪৬


আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ জন দেশে ফিরেছেন
৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:০২:২৫