• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৪:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৪:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পিরোজপুরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৪ মে ২০২৪ বিকাল ০৫:২৩:৪৪

পিরোজপুরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আবাসিক হোটেল ‘রিলাক্স’ থেকে ইদ্রিস (৫২) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৪ মে শুক্রবার সকালে হোটেলের দ্বিতীয় তলার ৩২নং রুমের ভিতর থেকে ফ্যানের সাথে রশি প্যাচানো মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইদ্রিস উপজেলার সোহাগদল এলাকার ৫নং ওয়ার্ডের মৃত আব্দুর রউফের বড় ছেলে। উপজেলার মিয়ারহাটে তার টপটেন দুটি গার্মেন্টেসের দোকান রয়েছে।

হোটেলের ম্যানেজার জুয়েল জানান, গত ২২ মে বিকেলে তার হোটেলে উঠে দুইজনের থাকার কথা বলে একটি ডাবল বেডের রুম ভাড়া নেন ইদ্রিস। ২৩ মে সন্ধ্যার পরে তিনি রুমের ভাড়ার জন্য দরজায় নক করেন। এসময় ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে চলে যান। ২৪ মে শুক্রবার সকালে পুনরায় রুমে গিয়ে দরজায় নক করলে তখনো তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না। এসময় স্বজোড়ে দরজা ধাক্কা দিলে একটু ফাকা হয়ে যায়। তখন বাহির থেকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন ম্যানেজার।

দোকানের কর্মচারী ও পরিবার সূত্রে জানা গেছে, ইদ্রিস গত ২২ মে রাতে দোকান থেকে বিদায় নিয়ে বের হয়েছেন। পরে গত ২৩ মে রাতে তারা ইদ্রিসের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও ফোন বন্ধ পেয়েছেন।

ইদ্রিসের স্ত্রী মাহমুদা জানান, গত ২২ মে সকালে বোনের বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন তিনি। তারপর দুইদিন পর্যন্ত রাতে বাসায় আসেনি। ২৪ মে সকালে জানতে পারি থানা সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নেছারাবাদ পুলিশ।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহীন জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫