স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: নেত্রকোণায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী খায়রুল ইসলাম রিয়াদ (২৯) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী সাধারণ মানুষ।
২৫ মে শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে এই নারকীয় হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান উপস্থিত সকলে।
ঘণ্টাব্যাপী এ অবরোধ ও প্রতিবাদ সমাবেশে চল্লিশা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহাবুবউল মজিদের সভাপতিত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. জহিরুল ইসলাম আকন্দ কর্মসূচির সঞ্চালনা করেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসেম, নিহতের স্ত্রী সুমা আক্তার, মা খাদিজা আক্তার ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল হালিম এ সময় বক্তব্য দেন ।
পুলিশ জানায়, লাইট গ্রামের আবদুস সাত্তারের সঙ্গে প্রতিবেশী আবদুস সালামের জমি সংক্রান্ত বিরোধ ছিলো। কথা কাটাকাটির একপর্যায়ে নাজমুল হক সেখান থেকে উঠে গিয়ে লোকজন নিয়ে প্রতিপক্ষ সাত্তারদের ওপর হামলা চালায়।
এতে সাত্তার, তার স্ত্রী, ছেলে আজাহার, শ্যালকের ছেলে খায়রুল ইসলামসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ইতোমধ্যে মামলার দু’জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available