ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে অবহিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান বলেন, আগামী ১ জুন দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলার ১৮৮৭টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রংয়ের ভিটামিন এ খাওয়ানো হবে। এছাড়া ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য বিভাগের প্রচারণার মাধ্যমে এই কার্যক্রম সম্পূর্ণ করতে ৩৮৩৮ জন স্বাস্থ্য কর্মীসহ স্বেচ্ছাসেবীরা কাজ করবে। এছাড়া এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহায়তা চাওয়া হয়।
মতবিনিময় সভায় জেলার সিভিল সার্জন অফিসের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available