পটুয়াখালী প্রতিনিধি: সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় পটুয়াখালীতে জরুরী সভা করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
২৫ মে শনিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার যোবায়ের আহাম্মেদসহ সিপিপি, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, দুর্যোগ মোকাবেলায় জেলায় ৭০৩টি সাইক্লোন শেল্টার, ৩৫টি মুজিব কিল্লা, ৭৩০ মেট্রিক টন চাল ও প্রায় ১০ লক্ষ নগদ টাকা প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া মানুষকে সচেতন ও দুর্যোগে উদ্ধার কাজ পরিচালনার জন্য রেডক্রিসেন্ট ও সিপিপির ৯ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকাসহ বিদ্যুৎ বিভাগ, সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে ৭৬টি মেডিকেল টিম গঠন করাসহ পর্যাপ্ত পরিমাণ স্যালাইন, ঔষধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সংরক্ষিত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available