নাটোর প্রতিনিধি : ‘নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় নাটোরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৫ মার্চ বুধবার সকাল ১০টার দিকে কালেক্টরেট ভবনের সামনে থেকে জেলা প্রশাসক শামীম আহমেদের নেতৃত্বে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। সেখানে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রওনক জাহান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসানসহ কর্মকর্তা, সাংবাদিক, সমাজসেবী, ব্যবসায়ীসহ অন্যান্যরা।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিতেত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব জেলা শাখার যৌথ আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, কৃষিপণ্য বিপণন কর্মকর্তা মমতা হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক রইস উদ্দিনসহ সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি ও রমজানে বাজার স্থিতিশিল রাখার বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন।
এছাড়াও নাটোরের বাগাতিপাড়াসহ সকল উপজেলাতে দিবসটি পালন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available