• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:২৪:২৫ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:২৪:২৫ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

সিকৃবির অ্যাকাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

২৬ মে ২০২৪ সকাল ০৯:৩০:৩৪

সিকৃবির অ্যাকাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৪৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ মে শনিবার সকাল সাড়ে ১১টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞার সভাপতিত্বে এবং অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য সচিব সিকৃবির রেজিস্ট্রার মো. বদরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, অ্যাকাডেমিক বিভাগের চেয়ারম্যান, শাবিপ্রবির স্যোশাল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল গণি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শিশির রঞ্জন চক্রবর্ত্তী, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মো. রফিকুল ইসলাম প্রমুখ।

৪৬তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তন্মধ্যে বিভিন্ন অনুষদের আউটকাম বেইজড এডুকেশন কারিকুলাম অনুযায়ী প্রথম বর্ষ থেকেই শিক্ষা কার্যক্রম চালুর সুপারিশ করা হয়। এছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের প্রস্তুতি গ্রহণ করার জন্য অ্যাকাডেমিক কাউন্সিল থেকে সুপারিশ করা হয়েছে। সদ্য প্রয়াত সিকৃবির সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহিদ উল্লাহ তালুকদারের নামে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ওয়ার্কশপ ও গবেষণাগার নামকরণের ব্যাপারে সুপারিশ করেছে কাউন্সিল।

এছাড়া ৪৬তম অ্যাকাডেমিক কাউন্সিল থেকে দুজন সদস্যকে সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত সদস্যবৃন্দ হলেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন ও প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলাম এবং ফিশারিজ টেকনোলজি ও কোয়ালিটি কন্ট্রোল বিভাগের প্রফেসর ড. মো. আবু সাঈদ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১