টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: আজ ১৫ মার্চ। টাঙ্গাইলের ঘাটাইলে পালিত হচ্ছে কৃষক হত্যা দিবস। ১৯৯৫ সালের আজকের এই দিনে বিএনপি সরকারের সময় সার কিনতে গিয়ে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত কৃষক শহীদ আতিক।
বুধবার সেই মর্মান্তিক দিনটিকে স্বরণ করে বাংলাদেশ কৃষক লীগের পক্ষ থেকে শহীদ আতিকের কবরে পুষ্পস্তোবক অর্পণ ও দোয়া করা হয়। পরে উপজেলা কৃষক লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কৃষক লীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামস উদ্দিন, সহ-সভাপতি মো: মনির উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সেতারুজ্জামান রিপন, সাংস্কৃতিক সম্পাদক মো: আবু হানিফ, ঘাটাইল উপজেলা কৃষক লীগের আহবায়ক মো: শফিকুল ইসলাম চোধুরী দুলাল, যুগ্ম আহবায়ক এস.এম. শোয়েব রানা, উপজেলা কৃষক লীগের সদস্য এস এম আনিছুর রহমান, দিগলকান্দি ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক মো: রফিক সরোয়ার, দেউলাড়ী ইউনিয়ন কৃষক লীগর সভাপতি মো: আ: বারেক, সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো: আ: বাছেদ মিয়া, সন্ধানপুর ইউনিয়ন কৃষকলীগের আহবায়কসহ জেলা ও উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের ক্ষমতার সময় ১৯৯৫ সালের ১৫ মার্চ সার কিনতে গেলে সারাদেশে নির্মমভাবে ১৮ জন কৃষককে হত্যা করা হয়। আর বর্তমান সরকার দেশের কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি পণ্যের উপর নানাভাবে ভর্তুকি দিয়ে যাচ্ছে। ফলে দেশ আজ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available