• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৩:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৩:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রংপুরে ১৪৯৪ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

২৬ মে ২০২৪ বিকাল ০৩:৩০:৫৫

রংপুরে ১৪৯৪ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

রংপুর ব্যুরো: রংপুরের গংগাচড়া থেকে ১৪৯৪ বছর ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব ১৩।

২৬ মে রোববার সকালে উপজেলার বড়াইবাড়ি জমচওড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক কারবারি হলেন, বড়াই বাড়ি জম চওড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে সোনা মিয়া (৩৫) ও  একই এলাকার আব্দুল খালেকের ছেলে মোস্তাকিম মিয়া  লিটন (২৯)।

র‌্যাব ১৩-এর  উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের ব্যাটালিয়ন সদর একটি আভিযানিক দল রোববার সকালে রংপুর জেলার গঙ্গাচড়া থানার বড়রুপাই (জমচওড়া) গ্রামস্থ আসামী সোনামিয়ার বসত ঘরে অভিযান পরিচালনা করে। এসময় ১৪৯৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে রংপুর জেলার গঙ্গাচড়া থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

র‌্যাব ১৩-এর অধিনায়ক কমান্ডার কামরুল হাসান জানান, মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুণ সমাজের প্রতি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং প্রধানমন্ত্রীর নির্দেশে র‌্যাবের মাদকবিরোধী তৎপরতায় র‌্যাব উল্লেখযোগ্য সফল অপারেশন পরিচালনা করে আসছে। অপরাধীদের ধরার জন্য র‌্যাবকে সহায়তায় জন্য সকলকে আহবান জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫