• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০০:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০০:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পীরগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত

২৬ মে ২০২৪ বিকাল ০৫:৪৩:৫৮

পীরগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় তুচ্ছ ঘটনার জের ধরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে এমদাদুল হক (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ২৬ মে রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত এমদাদুল হক উপজেলার ইটাকুমারী ইউনিয়নের গঙ্গানারায়ন গ্রামের মৃত নজ্জম আলীর ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ নারীকে আটক করেছে পুলিশ।

নিহতের ভাই আব্দুর রাজ্জাক বলেন, দীর্ঘদিন থেকে এমদাদুল হকের চাচাতো ভাই মৃত বাবু কাশেমের ছেলে জাহিদুল ইসলাম, জাফর আলী ও বুদা মেম্বারের ছেলে আমিনুল ইসলামসহ কয়েক জনের সাথে জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে জাহিদুল ইসলাম ও তার সঙ্গীরা দলবদ্ধ হয়ে এমদাদুল হকের বাড়িতে হামলা চালায় এবং লাঠিসোঠা দিয়ে মারধর করে ৪ জনকে গুরুতর আহত করে।

এলাকাবাসী গুরুতর আহত খলিলুর রহমান ও এমদাদুল হককে উদ্ধার করে প্রথমে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রোববার সকাল সাড়ে ৫টার দিকে এমদাদুল হক মারা যান। খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত জাহিদুল হকের স্ত্রী লিপি বেগম (২৮) ও রিয়াজুল হকের স্ত্রী মনোয়ারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।

নিহতের অপর চাচাতো ভাই জিয়াউর রহমান বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে ওরা দলবল নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং মূল আসামিদের দ্রুত গ্রেফতার দাবি করছি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ঘটনার সাথে জড়িত ২ নারীকে আটক করা হয়েছে। নিহতের ভাই আসাদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫