লক্ষ্মীপুর প্রতিনিধি: ঘূর্ণিঝড় রেমাল লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে উপকূলীয় এলাকাকে ৯নং মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উপকূলীয় এলাকার মানুষকে সতর্ক করতে রামগতি বড়খেরী নৌ পুলিশের ইনচার্জ ফেরদৌস আহমেদের নেতৃত্বে বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হচ্ছে।
এর আগে ২৫ শে মে শনিবার রাত ১০টায় ঘূর্ণিঝড় মোকাবেলায় বিভিন্ন দফতরের কর্মকর্তা রেড ক্রিসেন্ট ফায়ার সার্ভিস সাংবাদিকসহ সবাইকে নিয়ে এক বৈঠকে বসেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক বলেন, ইতোমধ্যে আমাদের রামগতি-কমলনগর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এই দুর্যোগে আমাদের প্রত্যেককে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে। আগামীকাল থেকে চরাঞ্চলসহ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার কাজ শুরু করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available