হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: হাকিমপুর থানা পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ১৭ জন মাদক সেবনকারী ও ২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
২৬ মে রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো, দিনাজপুরের হাকিমপুর উপজেলার মিন্টু মিয়া (৪২), মাসুদ রানা (৩৮), শাহিন মিয়া (২৫), রিপন মিয়া (৩৯), সুজন মিয়া (৫০), রাজু আহমেদ (৪৫), সোহেল (২৭), শফিকুল (২৯), গোলজার (৫৩), মাসুদ রানা (৪০), সজিব (২৪), মেহেদী হাসান (২৮), আজিজুল ইসলাম (৬০), জেলার ঘোড়াঘাট থানার ছানারুল (২৬), বিরামপুর থানার সুসান্ত কুমার (৪০), বকুল হোসেন (৩০), নীলফামারী জেলার সৈয়দপুর থানার মুরাদ হোসেন (৪৫) ও বগুড়া জেলার কাহালু থানার মুকুল হোসেন (৩৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন, পিপিএম।
তিনি বলেন, হাকিমপুর থানা একটি সীমান্তবর্তী থানা। এই থানাকে শতভাগ মাদকমুক্ত করতে দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ-ইফতেখার আহমেদ, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, হাকিমপুর থানার তদন্ত ইন্সপেক্টর এস এম জাহাঙ্গীর আলম, এসআই মো. আরিফ হোসেন, এসআই মো. সাদ্দাম হোসেন, এসআই মো. শামিম হোসেন ও এএসআই মো. হাফিজসহ থানার অন্যান্য পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রেতা ও মাদক সেবনকারী ১৯ জনকে আটক করে হাকিমপুর থানা পুলিশ।
তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে হাকিমপুর থানা পুলিশ।
মাদক নির্মূল না হওয়া পযর্ন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available