কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে বিক্রি করে দেয়া চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ। এ সময় ৭টি অটোরিকশা, ৪টি ব্যাটারি ও বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলো, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মো. শহিদুল ইসলাম ওরফে জাবেদ (২৬), মো. শরীফ (২৫), মো. রুবেল (২৮), চৌদ্দগ্রাম উপজেলার মো. আমির হোসেন (৩২) ও মো. সোহাগ হোসেন (২৫)।
২৮ মে মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা গত ১৭ মে কুমিল্লা নগরীর টিক্কারচর এলাকার পড়ান নামে এক অটোরিকশা চালককে বিস্কুটের সাথে চেতনানাশক খাইয়ে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে।
পুলিশ সুপার বলেন, এ চক্রের মূলহোতারা চোরাই অটোরিকশা কমদামে কিনে দ্রুত রঙ পরিবর্তন করে বিক্রি করতো। এই চক্রের ৫ জন গ্রেফতারের ঘটনায় মূলহোতারা আত্মগোপনে আছে। তাদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, সদর সার্কেল কামরান হোসেন, কুমিল্লা কোতওয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়াসহ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available