সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার ডিএনডি খাল থেকে মো. আনাস (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
২৮ মে মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনাস সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড এলাকার মো. আলমাসের ছেলে ও সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
তথ্যটি এশিয়ান টিভি অনলাইনকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়ে স্কুলে যায় আনাস। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা স্থগিত করা হয়। অন্যান্য ছাত্ররা বাসায় ফিরে এলেও আর বাসায় আসেনি সে। তখন থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। মঙ্গলবার সকালে আনাসের মরদেহ সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল থেকে উদ্ধারের খবর পায় পরিবার।
মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান বলেন, ‘সকালে আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আপাতদৃষ্টিতে এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে।’
নিহতের পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘ছেলেটি সাঁতার জানতো না বলে তার পরিবার জানিয়েছে। আমরা ধারণা করছি, খালে গোসল করতে গিয়ে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। ময়নাতদন্ত করার বিষয়ে পরিবার আপত্তি জানানোর কারণে আমরা এখনো মরদেহ থানায় রেখেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হতে পারে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available