নড়াইল প্রতিনিধি: প্রায় আড়াই যুগ পর নড়াইল জেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। ২৮ মে মঙ্গলবার দুপুরে নড়াইল শহরের সুলতান মঞ্চ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া সম্মেলনের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন নিখিল।
জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক গাউসুল আজম মাসুম ও মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলু প্রমুখ।
দলীয় সূত্র জানায়, এর আগে ১৯৯৫ সালে নড়াইল জেলা আওয়ামী যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হলেও তখন কমিটি গঠন হয়নি। এরপর ২০০৫ এবং ২০১৮ সালে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২০১৮ সালের মো. ওয়াহিদুজ্জামানকে আহ্বয়ক করে কেন্দ্র থেকে ২১ সদস্যের কমিটি ঘোষণা করে তিন মাসের মধ্যে সম্মেলন করার নির্দেশ দেয়া হয়। কিন্তু ওই কমিটি সম্মেলন আয়োজনে ব্যর্থ হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available