• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ সকাল ১১:৪০:৩১ (18-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ সকাল ১১:৪০:৩১ (18-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পীরগাছায় রহস্যময় চিরকুট লিখে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

২৯ মে ২০২৪ দুপুর ১২:০৯:৪৯

পীরগাছায় রহস্যময় চিরকুট লিখে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছার পাওটানা ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পীরগাছা থানা পুলিশ। কিশোরী এই শিক্ষার্থীর মৃত্যুর রহস্য ও জট নিয়ে পুরো এলাকায় চলছে তুলপাল ও গুঞ্জন।

২৮ মে মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার ছাওলা ইউনিয়নের আফতাব উদ্দিন হাশিম মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওই ছাত্রীর নাম মোহসিনা খাতুন টুম্পা (১৪)। সে ওই গ্রামের আল আমিনের মেয়ে।

এলাকাবাসী জানায়, টুম্পা স্থানীয় পাওটানাহাট ফাজিল মাদ্রাসার নবম শ্রেণিতে পড়ত। শিশুকালেই তার বাবা ও মায়ের বিচ্ছেদ ঘটে। বাবা-মা দুজনেই পরে বিয়ে করেছেন। শিশু কালথেকে  টুম্পা বেড়ে উঠা দাদা-দাদির কাছে।  তার বাবা দ্বিতীয় স্ত্রীসহ জীবিকার তাগিদে ঢাকায় থাকেন।

টুম্পার দাদি রাহিমা বেগম বলেন, আমার নাতনি কিছু দিন ধরে মাথাব্যথা ও পেট ব্যথায় ভুগছিল। ঘটনার দিন সন্ধ্যার আগে টুম্পা আমার কাছে মাথায় তেল দিয়ে নিয়েছে। তেল দেওয়ার পর নাতনি আমাকে বলে আমি ঘুমাব, আমাকে ডাকিস না। আমি মাগরিবের নামাজ পড়ে ঘরে গিয়ে দেখি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

টুম্পার দাদা-দাদি তাদের নাতনি অসুস্থতার কারণে আত্মহত্যা করে থাকতে পারে মনে করলেও এ নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তারা বলছেন, টুম্পার আত্মহত্যার পেছনে  অন্য কোনো রহস্য থাকতে পারে।

পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতদেহ পর্যবেক্ষণ করেছি। নারী পুলিশ ও স্থানীয় নারীদের সহায়তায় শালীনতার সঙ্গে মৃতদেহের সুরতহাল প্রস্তুত করেছি। আলামত জব্দ করেছি। সার্বিক বিষয়ে তদন্ত করছি।

টুম্পার এই রহস্যময় আত্মহত্যা মেনে নিতে পারছে না তার পরিবার ও এলাকাবাসী। অনেকেই এর পিছনে বড় ধরনের কিছু আছে বলে ধারণা করেন। তবে ময়নাতদন্তের পরেই সঠিক প্রতিবেদন পাওয়া যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বেপজায় চাকরির বিজ্ঞপ্তি
১৮ অক্টোবর ২০২৪ সকাল ১১:২২:৩৫

সেনবাগে শতাধিক স্বেচ্ছাসেবীকে সংবর্ধনা
১৮ অক্টোবর ২০২৪ সকাল ১১:২০:৫৯