কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার কলাতলির আবাসিক হোটেল ‘আল মারওয়া’ থেকে একা বেড়াতে আসা এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হুদা জানান, বুধবার সন্ধ্যায় কক্সবাজার শহরে হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল আল মারওয়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম শারমিন আক্তার (২৬)। তিনি গোলাপগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা।
হোটেল কর্তৃপক্ষের বরাতে নাজমুল হুদা বলেন, মঙ্গলবার রাতে শারমিন আক্তার একা কক্সবাজার বেড়াতে আসেন। তিনি রাত যাপনের জন্য শহরের হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল ‘আল মারওয়া'তে কক্ষ ভাড়া নিতে যান।
এসময় শারমিন একা থাকায় হোটেল কর্তৃপক্ষ কক্ষ ভাড়া দিতে অনীহা জানায়। পরে মোবাইল ফোনে মা পরিচয়ে জনৈক নারীর সঙ্গে হোটেলের দায়িত্বরতদের আলাপ করিয়ে দেন। এরপর তাকে হোটেলটির তৃতীয় তলার ১৩১ নম্বর কক্ষটি ভাড়া দেওয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যায় হোটেলের এক পরিচ্ছন্নকর্মী কক্ষটি পরিস্কার করতে যায়। এসময় কক্ষটির দরজা ভিতর থেকে বন্ধ পেয়ে ওই পরিচ্ছন্নকর্মী একাধিকবার ডাকাডাকি করেন। এতে কোন সাড়া না পেয়ে বিষয়টি হোটেলের সংশ্লিষ্টদের অবহিত করেন। এরপর হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে।
পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হোটেল কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ পায়। পরে দরজা ভাঙ্গার পর ওই নারীর ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
এটি আত্মহত্যা নাকি খুন; তা তদন্তের পর নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available