গাজীপুর (মহানগর) প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর থানার লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল-রিভলবারসহ ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জিএমপির কাশিমপুর থানা পুলিশ। ২৯ মে বুধবার দুপুরে গাজীপুরের উপ-পুলিশ কমিশনার (ডিসি-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ২৮ মে মঙ্গলবার রাত ৮টার দিকে লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাত বনের ভেতর অবস্থান করছিল। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলো- পাবনার সুজানগর থানার রায়পুর ক্ষেতুপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মনির মোল্লা (৩৮), বগুড়ার গাবতলী থানার মাঝিপাড়া এলাকার মৃত লৈমুদ্দিনের ছেলে মো. বাদশা প্রামাণিক (৪১) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার রাঘবিন্দুরপুর এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মো. রাশেদুল ওরফে আল আমিন (৪২)।
গ্রেফতারের পর উপস্থিত জনতার সামনে তাদের দেহ বিভিন্ন কায়দায় তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে একটি হাইড্রলিক কাটার, একটি স্টিলের চাকু, দেশীয় বিভিন্ন অস্ত্র ও রেইনকোট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। অপর দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরমধ্যে গ্রেফতার মনিরের বিরুদ্ধে ১০টি মামলা, বাদশা প্রমাণিকের বিরুদ্ধে ৩টি ও আল-আমিনের বিরুদ্ধে দুইটি মামলা চলমান রয়েছে।
পুলিশ জানায়, তারা গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকেন। বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। পুলিশের চোখ ফাকি দিয়ে এ চক্র দীর্ঘ দিন যাবৎ এ ধরনের ডাকাতির কার্যক্রম চালিয়ে আসছে বলেও জানানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহাদাত হোসেন সুমন, সহকারী পুলিশ কমিশনার (এসি-কোনাবাড়ী জোন) মো. আমির হোসেন, কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানোয়ার জাহানসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available