নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সুমি আক্তার (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি তাকে নির্যাতন করে হত্যা করা হয়। তবে এ ঘটনার পরে ওই পরিবারের লোকজন পলাতক রয়েছে।
৩০ মে বৃহস্পতিবার সকালে উপজেলার পুটিমারি ইউপির ধাইজান কিশামত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার আতিকুল ইসলামের স্ত্রী ও ১৩ মাস বয়সী এক ছেলে সন্তানের জননী।
নিহতের স্বজন ও প্রতিবেশী সূত্রে জানা যায়, মাঝরাতে সুমির স্বামী তার মাকে কল করে জানায় তার মেয়ে গুরুতর অসুস্থ। এ খবর শুনে তার মা ছুটে আসার পরে সুমির মরদেহ বিছানায় দেখতে পায়। তা দেখে পরিবারের লোকজনকে জিজ্ঞেস করলে তারা জানায় আত্মহত্যা করেছে। কিন্তু নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে কারণ জানতে চাইলে তা না জানিয়ে পরিবারের লোকজন নিহতের ১৩ মাস বয়সী এক সন্তানকে নিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা পুলিশে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের মা শবিতন বেগম বলেন, মাঝরাতে আমার জামাই আমাকে কল করে জানায় আমার মেয়ে অসুস্থ। আমি এসে দেখি আমার মেয়ের মরদেহ বিছানায় পরে আছে। তাদের জিজ্ঞেস করলে তারা আমাকে বলে সে আত্মহত্যা করেছে। পরে মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখে তাদের জিজ্ঞেস করলে তারা সবাই বাড়ি থেকে বের হয়ে যায়। আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে, আমি এর বিচার চাই।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available