গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের গাছা এলাকায় দস্যুতার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ মে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো, টঙ্গীর এরশাদনগর এলাকার তিন নাম্বার ব্লকের আবুল কালামের ছেলে রহিম মিয়া ওরফে ভাত খাওয়া রহিম (২৮), শেরপুর জেলার নালিতাবাড়ী থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে টুটুল মিয়া (২১) ও বগুড়া জেলার কৈপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাজু মিয়া (২৫)।
গ্রেফতার রহিম মিয়ার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় পাঁচটি, টুটুলের বিরুদ্ধে দুইটি ও সাজুর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
বৃহস্পতিবার বেলা দুইটার দিকে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে তাঁরগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মাইক্রোবাসে ডাকাতি করে। পরে পুলিশ ওই ঘটনায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাদের গ্রেফতার করে।
সম্মেলনে আরো বলা হয়, গ্রেফতাররা চিহ্নিত ডাকাত দলের সদস্য। তারা প্রতিনিয়ত মাদক কারবার ও ছিনতাইয়ের সাথেও জড়িত। তাদের কাছে থাকা একটি চাপাতি, একটি সামুরাই, একটি তলোয়ার, একটি ল্যাপটপ, দুইটি আইফোন, ভ্যানিটি ব্যাগ ও নগদ ১ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মো.হাফিজুর রহমান, সহকারী উপ পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available