• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ সকাল ০৯:৪১:৫২ (18-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ সকাল ০৯:৪১:৫২ (18-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নেত্রকোনায় আদালতের রায়ে ইউপি চেয়ারম্যান কারাগারে

৩১ মে ২০২৪ সকাল ০৮:১১:৫৭

নেত্রকোনায় আদালতের রায়ে ইউপি চেয়ারম্যান কারাগারে

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা: জমি দখল, হামলা ও মারধরের মামলায় নেত্রকোনার এক ইউপি চেয়ারম্যানকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

তিনি কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আনিছুর রহমান পাঠান ওরফে বাবুল পাঠান। এ ঘটনায় আরও পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

গত ২৮ মে মঙ্গলবার নেত্রকোনা জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক রিমি সাহা এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি মো. আজিজুর রহমান বলেন, ‘ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠানকে ১৫ মাসের কারাদণ্ড, তাঁর ছেলে হৃদয় পাঠানকে দেড় বছর, ভাতিজা সাইদুল পাঠানকে দেড় বছর ও জিল্লুর পাঠানকে ১৫ মাস, চাচাতো ভাই মাসুম পাঠানকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানসহ চারজন আদালতে উপস্থিত ছিলেন। আসামি মাসুম পাঠান পলাতক আছেন।’

মামলার বিবরণে জানা যায়, রংছাতি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ৪৬ শতক জায়গা নিয়ে ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান পাঠানের সঙ্গে রংছাতি গ্রামের বাসিন্দা খুশিকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলীর দীর্ঘদিনের বিরোধ চলছিল। ইউনুস আলী ওই জায়গায় দুটি ঘর তৈরি করে বসবাস করছিলেন। কিন্তু চেয়ারম্যান ও তার লোকজন জমিটি দখলের জন্য বিভিন্ন সময় হুমকি ধমকি ও ভুক্তভোগীর বাড়িতে হামলা চালায়।

মামলাটি করার আগে ২০২২ সালে ১৯ সেপ্টেম্বর ইউনুস আলী কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে ২১ সেপ্টেম্বর তার লোকজন নিয়ে জায়গাটি দখলের উদ্দেশ্যে ইউনুস আলীর লাগানো গাছের চারাগুলো কেটে ফেলে। এ ঘটনার পরের দিন এশিয়ান টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রচার হয়।

সংবাদ প্রচারের পর ইউপি চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে একই বছরের ৫ অক্টোবর তার লোকজন নিয়ে ইউনুস আলীর বাড়িতে হামলা চালিয়ে ঘর ভাঙচুর, লুটপাটসহ মারধর করেন। এতে ইউনুস আলী, তাঁর চাচাতো ভাই মামুনুর রশিদ ও আতাউর রহমান আহত হন।

পরে ওই দিনই ইউনুস আলীর স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে আনিছুর রহমানসহ ছয়জনকে আসামি করে মামলা করেন। মামলার পর এক আসামি সম্প্রতি মারা গেছেনে।

ইউনুস আলী বলেন, ‘ওই জায়গাটি দীর্ঘদিন আগে সাফ কবলা দলিল মূলে আমি একজনের কাছ থেকে ক্রয় করি। আমার ভোগদখলে থাকা জায়গা দখল করতে চেয়ারম্যান তাঁর লোকজন নিয়ে হামলা করেন, লুটপাট ও ভাঙচুর চালান এবং আমাদের পিটিয়ে জখম করেন। এ ঘটনায় করা মামলায় আদালত রায় দিয়েছেন। রায়ে আমরা সুবিচার পেয়েছি।’

নেত্রকোনা কোর্ট পুলিশ পরিদর্শক জাফর ইকবাল বলেন, ‘আদালতের নির্দেশে চেয়ারম্যানসহ অন্যান্য আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংগীতশিল্পী সুজেয় শ্যাম মারা গেছেন
১৮ অক্টোবর ২০২৪ সকাল ০৯:৩৬:৪৮







তিন কেজি হেরোইনসহ এক নারী গ্রেফতার
১৮ অক্টোবর ২০২৪ সকাল ০৮:৩১:৪৭


শ্রীপুরে অবৈধ ৩০ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১৮ অক্টোবর ২০২৪ সকাল ০৮:০৫:২১