• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:২৩:২৫ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:২৩:২৫ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

উজিরপুরে ইউপি চেয়ারম্যান কারাগারে

৩১ মে ২০২৪ সকাল ০৮:৫৮:১৭

উজিরপুরে ইউপি চেয়ারম্যান কারাগারে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে চাঁদার দাবিতে মাছের ঘেরসহ পোল্ট্রি খামারে হামলা চালিয়ে কোটি টাকা ক্ষতিসাধনের মামলায় ইউনিয়ন চেয়ারম্যানসহ দুই আসামিকে জেলে পাঠিয়েছে আদালত।

৩০ মে বৃহস্পতিবার বরিশালের জ্যেষ্ঠ বিচারিক আদালতে হাজির হয়ে মামলার ৫ আসামি জামিন চান।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহফুজুর রহমান দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আইনজীবী মুজিবুর রহমান জানিয়েছেন।

কারাগারে যাওয়া মো. শাহিন হাওলাদার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন চেয়ারম্যান। অপরজন হলেন, ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই ইলিয়াস হাওলাদার। চেয়ারম্যান শাহিন হাওলাদার সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জামিন পাওয়া মামলার তিন আসামি হলেন, সোহেল হাওলাদার, কাইয়ুম ও শাওন ভাট্টি।

মামলার বরাতে অ্যাডভোকেট মুজিবুর রহমান জানান, সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা গ্রামের বাসিন্দা ইদ্রিস হাওলাদারের মাছের ঘের, পোল্টি খামার, ফিড, মেডিসিন ও কীটনাশকসহ বিভিন্ন ব্যবসা রয়েছে। ইদ্রিস হাওলাদার পশ্চিম সাতলা গ্রামে নতুন একটি মাছের ঘের করার কাজ শুরু করেন। তখন ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারের নেতৃত্বে আসামিরা এক কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় বিভিন্ন সময় হুমকি দেন। পরে ১৬ মার্চ গভীর রাতে আসামিরা দেশীয় অস্ত্র, কেরোসিন ও পেট্রল নিয়ে মাছের ঘেরে হামলা করেন। এ সময় তারা ঘেরে বিভিন্ন মূল্যবান মালামাল কুপিয়ে ও আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করেন। খবর পেয়ে হামলাকারীদের ধাওয়া করলে তারা ব্যবহৃত মাইক্রোবাস ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মাইক্রোবাস উদ্ধার করে। এ ঘটনায় ১৮ মার্চ বাদী হয়ে ইদ্রিস হাওলাদার উজিরপুর মডেল থানায় মামলা করেন।

মামলার আসামি হিসেবে উচ্চাদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেয়। জামিন শেষে পাঁচ আসামি বৃহস্পতিবার আদালতে হাজির হলে বিচারক দুজনকে কারাগারে পাঠিয়ে তিনজনের জামিন মঞ্জুর করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধনবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন
১৬ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:১২:২০


পদ্মায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের হিড়িক
১৬ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৮:৫০