লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে লালমনিরহাটে এবারে ১ লাখ ৯৯ হাজার ৯৭৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ২ হাজার ৮০৪ জন স্বাস্থ্যকর্মী ওইদিন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে।
১ জুন শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে জেলায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
৩০ মে বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট সিভিল সার্জন হলরুমে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এসব তথ্য তুলে ধরেন।
তিনি জানান, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে লালমনিরহাটে ৪৬টি ইউনিয়নে মোট স্থায়ী কেন্দ্র ৬টি, অস্থায়ী কেন্দ্র ১ হাজার ১২০টি, ইউনিয়ন সুপারভাইজারের সংখ্যা ১৩৮টি, ওয়ার্ড সুপারভাইজারের সংখ্যা ৪১৪টি ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন ২ হাজার ২৫২জন।
এ সময় লালমনিরহাট জেলা তথ্য অফিসার সৌমিক রায়সহ জেলায় কর্মরত ইলেক্ট্রোনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় মাল্টি মিডিয়া প্রজেক্টরের সাহায্যে প্রেস ব্রিফিং উপস্থাপন করেন লালমনিরহাট সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল মান্নান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available