হিজলা (বরিশাল) প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলায় প্রায় ৩৬ বছর পরে পৈতৃক সম্পত্তি বুঝে পেল একটি পরিবার। উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের মো. হারুন বেপারির পৈতৃক সম্পত্তি আদালতের নির্দেশে অবৈধভাবে দখলকারীদের কাছ থেকে ৩৬ বছর পর ফিরে পেল ওয়ারিশরা।
১৫ মার্চ বুধবার দুপুর সাড়ে ১২ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেহেন্দিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অবৈধভাবে আহসান হাবীব ও আবুল হোসেন গংসহ ৮ দখলকারীদের বাড়িঘরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
ওই দিনই উচ্ছেদ অভিযান শেষে উদ্ধারকৃত জায়গা মোঃ হারুন বেপারি গংদের বুঝিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হারুন বেপারির পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখেন আহসান হাবীব ও আবুল হোসেন গংরা। এ বিরোধ নিয়ে আদালতে দীর্ঘদিন মামলা চলে। বাদী হারুন বেপারি ২০১৯ সালের ৩১ মার্চ এই জমির ডিগ্রি পায়। ৪ এপ্রিল দখল বুঝিয়ে দেওয়ার জন্য আদালতে আবেদন করেন, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি আদালত আমলে নিয়ে অবৈধভাবে দখলকারীদের নোটিশ দিয়েছেন।
দখলকারীরা সঠিক জবাব দিতে না পারায় এক পর্যায়ে মামলাটি নিষ্পত্তি হওয়ার পর উচ্ছেদ মামলা হয়। আদালতের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা জজ আদালতের নাজির, এ্যাডভোকেট কমিশনার, ৩ জন আদালতের জারিকারক আদালতের দখলের সহায়তার জন্য এ অভিযান পরিচালনা করা হয় বলে তারা জানিয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সঠিকভাবে সকলের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনার পরে প্রকৃত জায়গার মালিকদের দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available