• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪২:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪২:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আগুনে ছাই রোহিঙ্গা ক্যাম্পের ২০০ ঘরবাড়ি

১ জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬:৫৬

আগুনে ছাই রোহিঙ্গা ক্যাম্পের ২০০ ঘরবাড়ি

নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এনজিও সংস্থার কেন্দ্রসহ ক্যাম্পের ২ শতাধিক ঘর পুড়ে গেছে। ১ জুন শনিবার দুপুর ১টায় কক্সবাজারের উখিয়ার ১৩নং তাজনিমারখোলা ক্যাম্পের ডি-৩ ব্লকের কাঁঠালতলী বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ৮ এপিবিএনের অধিনায়ক মো. আমির জাফর অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

এপিবিএন অধিনায়ক জানান, দুপুরে কাঁঠালতলী বাজারে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন কাঁঠালতলী বাজারসহ ক্যাম্পের আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এপিবিএন পুলিশ তাৎক্ষণিক উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনকে অবহিত করে।

উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ২টার পর রামু স্টেশনের আরও ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আড়াই টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য, এর আগেও ২৪ মে একই ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ভস্মিভূত হয় ৩ শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫