• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১৬:৫৩ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১৬:৫৩ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুর প্রেসক্লাবের দায়িত্বে রতন-জিকরুল

২ জুন ২০২৪ সকাল ০৮:০০:৪৩

সৈয়দপুর প্রেসক্লাবের দায়িত্বে রতন-জিকরুল

নীলফামারী প্রতিনিধি: টানটান উত্তেজনার মধ্য দিয়ে প্রায় ৪ বছর পর নীলফামারীর সৈয়দপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সরাসরি ভোটের মাধ্যমে এ নির্বাচনে সভাপতি পদে দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি আবু বিন আজাদ রতন ও সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি জিকরুল হক নির্বাচিত হয়েছেন।

১ জুন শনিবার বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ১১টি পদের মধ্যে ৮ পদে ১৫ জন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেন। বাকি তিনটি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আগেই বিনা প্রতিদ্বান্দ্বিতায় ৩ প্রার্থী নির্বাচিত হন। এ নির্বাচনে ৩১ জন ভোটারের মধ্যে ২৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা করেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও সহকারী প্রিজাইডিং অফিসার সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের প্রদর্শক মো. আব্দুল আজিজ।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবু বিন আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সময় টিভির নীলফামারী জেলা প্রতিনিধি সাকির হোসেন বাদল পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে জিকরুল হক ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক মানবজমিনের প্রতিনিধি এমএ করিম মিস্টার ভোট পেয়েছেন ১১টি।

সহ-সাধারণ সম্পাদক পদে ২০ ভোট পেয়ে দৈনিক খবরপত্রর প্রতিনিধি আনোয়ার হোসেন প্রামাণিক নির্বাচিত হয়েছেন। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২০ ভোট পেয়েছেন দৈনিক উত্তর বাংলার প্রতিনিধি হীরা শর্মা। দৈনিক নীলফামারী বার্তার প্রতিনিধি এম ওমর ফারুক পেয়েছেন ৯ ভোট।

কার্যকরী কমিটির নির্বাহী সদস্যের চারটি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে- দৈনিক সংবাদের প্রতিনিধি কাজী জাহিদ, সাপ্তাহিক নীলফামারী চিত্রের সম্পাদক মকসুদ আলম, নাগরিক টিভির নীলফামারী জেলা প্রতিনিধি সাদিকুল ইসলাম ও দৈনিক সময়ের আলোর প্রতিনিধি নজরুল ইসলাম।

এর আগে সহ-সভাপতি পদে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি নজির হোসেন নজু, অর্থ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি গোপাল চন্দ্র রায় ও দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বার্তার প্রতিনিধি মিজানুর রহমান মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শার্শায় প্রতিবন্ধী সম্মেলন অনুষ্ঠিত
৩ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১১:৫৯

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২
৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৯







শ্রীপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৬:২৩