• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৯:০২:০২ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৯:০২:০২ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালবৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৫ গ্রাম, শিশুসহ নিহত ৩

২ জুন ২০২৪ সকাল ০৮:৩৭:৫৮

কালবৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৫ গ্রাম, শিশুসহ নিহত ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কালবৈশাখি ঝড়ে ১ শিশু ও ২ নারীসহ ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রবল এ ঝেড়ে এলাকার ৪ ইউনিয়নের মোট ২৫টি গ্রাম ক্ষতিগ্রস্তের খবর পাওয়া গেছে।

১ মে শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া, বড়পলাশবাড়ী, আমজানখোর ও বড়বাড়ী ইউনিয়ন এলাকায় ২৫টি গ্রামে কালবৈশাখি ঝড়ে গাছপালা, শিক্ষাপ্রতিষ্ঠান, কাঁচা ঘরবাড়ি, টিনের চালাসহ প্রায় কয়েকশতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

ঝড়ের কবলে ১ নারী ও জমে থাকা পানিতে ডুবে মারা গেছে আড়াই বছরের ১ শিশু। এছাড়াও সকালে ফরিদা বেগমের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে জাহেদা বেগম নামে ১ নারীর মৃত্যুবরণ করেছেন।

নিহতরা হলেন- একই উপজেলার পাড়িয়া ইউনিয়নের শালডাঙ্গা গ্রামের পইনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৪২), টিনের ছাউনি চাপা পড়ে মৃত্যু ও একই গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী জাহেদা বেগম (৪৮) ফরিদা বেগমের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। অপরদিকে দুওসুও ইউনিয়নের লালাপুর নয়াপাড়া গ্রামের নাজমুল ইসলামের আড়াই বছরের শিশু নাঈয়ুম বাড়ির পাশে ১টি গর্তে জমে থাকা পানিতে ডুবে মারা যায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বড়পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাট, বেলসাড়া, পারুয়া, বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা, আধার, হরিপুর, বেলবাড়ী, পাড়িয়া ইউনিয়নের শালডাঙ্গা, বামুনিয়া, লোহাগাড়া, বঙ্গভিটা, তিলকরাসহ প্রায় ৪টি ইউনিয়নে ২৫টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোড়লহাট জনতা উচ্চ বিদ্যালয়, কলেজ এবং লোহাগাড়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের টিনের ছাউনি, বারান্দার চালা, বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি, গাছপালা, দোকানঘরের চালা উপরে গেছে।

পল্লি বিদ্যুৎ সমিতির বালিয়াডাঙ্গী জোনাল অফিসের এজিএম কামরুল ইসলাম জানান, ঝড়ে ৩৩টির বেশি বৈদ্যুতিক খুঁটি উপরে পরে ও বৈদ্যুতিক তার ছিড়ে গেছে। ঝড়ের পর থেকে গ্রাহক সেবার স্বার্থে বিদ্যুৎ অফিসের লোকজন নিরলাস ভাবে কাজ করে যাচ্ছে।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং তিনি জানান সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, কৃষি অফিস ক্ষয়ক্ষতি নিরূপনে কাজ করছেন।

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এলাকাগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারে প্রাথমিক ভাবে ১০ হাজার টাকা আর্থিক সহায়তার দিয়েছেন এবং দলীয় নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তিনজনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



একদিনেই বাংলাদেশে প্রবেশ করল ৫০০ রোহিঙ্গা
৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:২৪:৪৬


আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ জন দেশে ফিরেছেন
৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:০২:২৫