স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরে ৯ হাজার ৩২০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এ সময় ইয়াবা ছাড়াও তাদের কাছে থেকে মাদক পরিবহণে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও নগদ ২৫ হাজার ৫ শত টাকা জব্দ করা হয়।
১ জুন শনিবার বিকেলে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার ৩১ মে দিবাগত মধ্যে রাতে ফরিদপুর সদরের কাফুরা মুন্সিবাজার এলাকা থেকে ওই ৩ মাদক কারবারিকে আটক করে।
আটকরা হলেন- রাজবাড়ী সদরের বিনোদপুর কলেজপাড়া এলাকার বাবর আলী প্রামাণিকের ছেলে আলামিন প্রামানিক (৩০), একই এলাকার আক্তার আলীর ছেলে কোরবান আলী (৩৭) ও মো. সোহাগ আলী (২৮)।
র্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়। আটকরা পেশাদার মাদক কারবারি। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ইয়াবা উদ্ধার করে র্যাব।
তিনি আরও বলেন, জবানবন্দিতে তারা স্বীকার করেছে, বেশ কিছুদিন যাবৎ তারা চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের কোতয়ালীসহ আশপাশের বিভিন্ন থানা এলাকায় সরবরাহ করে আসছিলেন।
আটক হওয়া তিন কারবারির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available