পীরগাছা (রংপুর) প্রতিনিধি: নিজের শয়ন ঘরের বৈদ্যুতিক সুইচবোর্ড থেকে স্বামীর অটোবাইকের চার্জারের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ফেরদৌসি বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ১ জুন শনিবার সকালে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের মধুরাম গ্রামে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মধুরাম গ্রামের অটোবাইক চালক লিটন মিয়া তার নিজস্ব একটি ব্যাটারি চালিত অটোবাইক ৩১ মে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে শয়ন ঘরের বৈদ্যুতিক সুইচবোর্ডে চার্জে লাগিয়ে দেন। সকাল বেলা তিনি অটোবাইক নিয়ে যাত্রী পরিবহনের জন্য বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হলে তার স্ত্রী ফেরদৌসি বেগম (২৮) বাড়ির অন্য একটি ঘরে তাকে খেতে দেয়।
এ সময় লিটন মিয়া শয়ন ঘরের বৈদ্যুতিক সুইচবোর্ড থেকে অটোবাইকের চার্জারের সংযোগ খুলে দিতে বলেন স্ত্রী ফেরদৌসি বেগমকে। স্বামীর কথামত তিনি বৈদ্যুতিক সুইচবোর্ড থেকে অটোবাইকের চার্জারের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে অসাবধনতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের মেঝেতে পরে গিয়ে মৃত্যুবরণ করেন। নিহত গৃহবধূ পার্শ্ববর্তী মিঠাপুকুর থানার কাফ্রিখাল গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।
এ ব্যাপারে পীরগাছা থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available