• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪২:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪২:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ৪ ডাকাত আটক

২ জুন ২০২৪ সন্ধ্যা ০৭:১০:৪২

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ৪ ডাকাত আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ম্যাগাজিন ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ২ জুন রোববার ভোরে সদর উপজেলার গোমতী নদী বেড়িবাঁধের উপর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের মৃত আ. আবুল হোসেনের ছেলে সোহেল মোল্লা (৩০), একই এলাকার মৃত জেহান উদ্দিনের ছেলে নেয়ামতুল (২৭), জেলার বরুড়া উপজেলার দেওরা গ্রামের মো. হারুন মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৩৪) ও একই গ্রামের মইন উদ্দিনের ছেলে আল-আমিন (২৩)।

পুলিশ জানায়, কোতয়ালি মডেল থানার এসআই মোহাম্মদ আব্দুল আউয়াল সুমন সঙ্গীয় অফিসার রাতে নিরাপত্তামূলক ডিউটি করার সময় গোমতী নদীর বেড়িবাঁধের উপর ৮-১০ জন ডাকাত অটোরিকশা, মিশুক ও যাত্রীদের মালামাল ডাকাতির উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ক্যান্টনমেন্ট ফাঁড়ির আইসিসহ কোতয়ালি থানা পুলিশ গোমতী নদী এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ৪ জনকে আটক করা হয়। অন্যান্যরা পালিয়ে যায়।

অভিযানে ডাকাতদের কাছ থেকে একটি বিদেশীয় পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি স্টিলের চাপাতি, ১টি লোহার তৈরি কোড়াবাড়ি ও ৪টি লোহার রড উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫