• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৪:২৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৪:২৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, দুই শ্বশুরের যাবজ্জীবন

১৭ মার্চ ২০২৩ বিকাল ০৩:২২:৩০

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, দুই শ্বশুরের যাবজ্জীবন

খাগড়াছড়ি প্রতিনিধি: যৌতুক না পেয়ে হালিমা বেগম নামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড এবং শ্বশুর ও মামা শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা আদালত।

১৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহের এ রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হলেন- নিহতের স্বামী আব্দুর রশীদ (৪২)। যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন- শ্বশুর সাহেব আলী (৭০) ও মামা শ্বশুর সিরাজুল ইসলাম (৬০)। তাদের দু’জনকে ৫ লাখ টাকা করে অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়।

২০১২ সালের ২৩ এপ্রিল রাতে হালিমা বেগমের হাত পা বেধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম মাটিরাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবার। রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট। ভবিষ্যতে এমন ঘৃণ্য কাজ করার ক্ষেত্রে উদাহরণ হবে এ রায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫