• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৮:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৮:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে স্বর্ণ লুটের ঘটনায় র‌্যাব কর্মকর্তাসহ আটক ৫

৩ জুন ২০২৪ সকাল ০৮:০২:৫১

মানিকগঞ্জে স্বর্ণ লুটের ঘটনায় র‌্যাব কর্মকর্তাসহ আটক ৫

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে সুমন হাওলাদার নামের এক ব্যবসায়ীর শত ভরি স্বর্ণ লুটের ঘটনায় র‌্যাবের এক কর্মকর্তাসহ ৫ জনকে আটক করা হয়েছে।

২ জুন রোববার বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম।

তিনি বলেন, আটককৃত শামীমুজ্জামান র‌্যাব-১ কার্যালয়ের ডিএডি হিসাবে কর্মরত আছেন। শনিবার রাতে তাকে র‌্যাবের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। রোববার দুপুরে বাকি আসামিদের মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়। বাকি দুজন সদস্য পলাতক আছে এবং এখন পর্যন্ত লুটকৃত সোনা উদ্ধার করা যায়নি। তাদেরকে আটকের চেষ্টা চলছে। এব্যাপারে ভুক্তভোগী সুমন হাওলাদার গতকাল রাতে ছয়জনকে আসামি ও অজ্ঞাত আরো ২-৩ জনকে আসামি করে সিংগাইর থানায় একটি মামলা করেন।

মামলায় অন্যান্য আসামিরা হলো, ফরিদপুরের রাধানগরের নগরকান্দা গ্রামের মালেক শেখের ছেলে মিরাজুল শেখ (২৮), সোলেমান মৃধার ছেলে সম্রাট মৃধা (২৮), পাবনা জেলার আটঘড়িয়া থানার পাটেশ্বর গ্রামের মৃত ফরমান প্রামানিকের ছেলে আমিজ উদ্দিন (৫২), ফরিদপুর জেলার রঘুনন্দনপুর গ্রামের আহম্মদ শেখের ছেলে সিদ্দিক শেখ (৫০) ও নগরকান্দা উপজেলার কুঞ্জনগর গ্রামের সুমন (১৯)।

উল্লেখ্য, শনিবার সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা এলাকায় র‌্যাব পরিচয়ে সুমন হালদার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর শতভরি স্বর্ণ লুটে নেয় ডাকাত দল। এসময় ৫ জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয় জনতা। ঘটনাস্থল থেকে পুলিশ একটি মাইক্রোবাসও জব্দ করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫