• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৪:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৪:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

খোকসায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪, আটক ১

৩ জুন ২০২৪ দুপুর ১২:৪১:৩৯

খোকসায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪, আটক ১

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। ৩১ মে শুক্রবার সকালে ওসমানপুর ইউনিয়নের রায়পুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় খোকসা থানায় ১৪ জন আসামিসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামি করে মামলা হয়েছে।

২ জুন রোববার রাতে মামলার ৪ নম্বর আসামিকে আটক করেছে পুলিশ। 

আহতরা হলেন, ওসমানপুর ইউনিয়নের রায়পুর গ্রামের জামাল মন্ডল (৬০), তার স্ত্রী মালেকা বেগম(৫৫), ছেলে সবুজ মন্ডল (৪০) ও স্বপন মন্ডল(৩৫)।

৩১ মে শুক্রবার সকালে ওসমানপুর ইউনিয়নের রায়পুর গ্রামের আহসান হাবিব, সায়েদ মোহাম্মদ, আব্দুল হক ও আমজাদসহ ১৫/২০ জন আমজাদ মন্ডলের বাড়ি সংলগ্ন জমি দখলের উদ্দেশ্য বাঁশের খুঁটি পুঁততে গেলে আমজাদ মন্ডলের ছেলে সবুজ মন্ডল বাধা দেন। এসময় হামলাকারীরা সবুজের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করলে তার মা মালেকা ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন। হামলাকারীরা মালেকার মাথায় আঘাত করে মারাত্মক আহত করে। এসময় হামলাকারীরা জামাল মন্ডল ও তার ছোট ছেলে স্বপন মন্ডলকেও পিটিয়ে আহত করে। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মালেকার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদরে রেফার করা হয়।

হামলার এই ঘটনার ১ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে আপলোড করলে মুহূর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সবুজ মন্ডল খোকসা থানায় ১৪ জনে নাম উল্লেখসহ আর ৮/১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। ২ জুন রোববার রাত ৯টার দিকে ওসমানপুর ইউনিয়নের বিট অফিসার এসআই সোহেল মামলার ৪ নম্বর আসামি আমজাদকে আটক করে।

এ বিষয়ে খোকসা থানার ওসি আন-নূর যায়েদ জানান, ‘এই ঘটনায় খোকসা থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫