নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে প্রকাশ্যে দিবালোকে ১০ লক্ষ টাকা চাঁদার দাবিতে মুহিদ মোল্লা নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। মুহিদ মোল্লা নরসিংদীর বিলাসদী এলাকার ওয়াহাব মোল্লার পুত্র।
৩ জুন সোমবার বিকেলে শহরের জেল খানা মোড়ে মেসার্স মোল্লা ট্রেডার্সে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই ব্যবসায়ী। স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক তৎপরতা চালায়।
মেসার্স মোল্লা ট্রেডার্সের পরিচালক মুহিদ মোল্লা জানান, চিনিসপুর ইউনিয়নের কামাল ভূঁইয়ার পুত্র রবিউল ইসলাম দীর্ঘ দিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি ধমকি দিয়ে আসছিলো। চাঁদার টাকা না দেয়ায় আজ বিকালে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালায়।
একটি সিসিটিভি ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি সময়ে নরসিংদীতে তিনজন রাজনৈতিক ব্যক্তিকে হত্যার ঘটনায় জেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে প্রকাশ্যে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জন মনে।
নরসিংদী সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, ইতোমধ্যে ফুটেজটি দেখেছি। শনাক্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে। অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যেই আইনশৃঙ্খলাবাহিনী ব্যবস্থা গ্রহণে কাজ শুরু করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available